দুর্নীতির মামলায় নড়াইল পৌর সভার সাবেক মেয়র ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ৯ জনকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা করেছে আদালত। আজ দুপুর একটায় যশোরের স্পেশাল জজ আদালতের বিচারক শেখ ফারুক হোসেন এ জরিমানার আদেশ দেন। একই সাথে আদালত চলাকালীন পর্যন্ত আসামিদের কাঠকড়ায় দাঁড়িয়ে থাকার সাজাও দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশনের পিপি সিরাজুল ইসলাম জানান, সোহরাব হোসেন নড়াইল পৌর সভার মেয়র থাকালে নড়াইল বাজার, রূপগঞ্জ বাজার ও নড়াইল বাসস্ট্যান্ড ইজারা দেন।
এসময় ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার স্বার্থে পৌর কমিশনার ও কর্মকর্তাদের সহায়তায় কম মূল্যে সেগুলো ইজারা দেওয়া হয়, যা আগের বছরের তুলনায় ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা কম ছিল। এ ব্যাপারে অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পায় দুর্নীতি দমন কমিশন। পরে পৌর চেয়ারম্যান সোহরাব হোসেনসহ ১০ জনের নামে ২০১৮ সালের ৮ আগস্ট নড়াইল সদর থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।
শুনানি শেষে বিচারক এ মামলায় ৯ আসামিকে ৬ লাখ ৬৭ হাজার ১২০ টাকা জরিমানা ও আদালত চলাকালীন সময় পর্যন্ত কাঠগড়ায় দাঁড়িয়ে থাকার সাজা প্রদান করেন। একইসাথে জরিমানার অর্থ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে আদায় করার জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দেন আদালত।