হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ আজ ১৪ এপ্রিল রবিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ১লা বৈশাখ উৎযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পান্তা ভাতের আয়োজন।
উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, নির্বাহী অফিসার সামিউল আমিন, ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, আনোয়ারুল হক মিরু, বি-সার্কেল তাপস কুমার সরকার, টি,আই আব্দুল কাদের, থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক, প্রকৌশলী অজয় কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেন।

