বরিশালের মুলাদীতে ইয়াবা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন গৃহবধূ পেয়ারা বেগম। গত শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করে।
আটক পেয়ারা উপজেলার গাছুয়া ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত হাচেন আলী বেপারীর স্ত্রী। পেয়ারা একই গ্রামের মৃত হযরত আলী বেপারীর ছেলে মিলন বেপারীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।
শনিবার পেয়ারাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মুলাদী থানার এসআই ইদ্রিস আলী জানান, বলরামপুর গ্রামের রুহুল আমিন বয়াতির ছেলে সাদ্দাম হোসেনের সাথে জমাজমি নিয়ে মিলনের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে মিলনকে ফাঁসানের জন্য সাদ্দাম তার আত্মীয় পেয়ারাকে মোটা অংকের টাকার লোভ দেখিয়ে মিলনের বাড়িতে ইয়াবা রাখতে বলে।
শুক্রবার পেয়ারা ৮ পিস ইয়াবা নিয়ে মিলনের বিছানার নিচে রাখার চেষ্টা করে। মিলনের ছোট ভাইয়ের স্ত্রী মুক্তা বেগম দেখে ডাক-চিৎকার দিলে প্রতিবেশীরা ইয়াবাসহ পেয়ারাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃত পেয়ারা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় পেয়ারাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।