বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগ দিতে হবে।
শনিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে।
শিক্ষার মান উন্নয়নে সরকার আন্তরিকতার সহিত বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, সুস্থ মন ও সুস্থ দেহ গঠনে খেলাধূলার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি সকল শিক্ষার্থীদের খেলাধুলায় আন্তরিক হতে হবে।
আজ যারা প্রতিযোগিতায় বিজয়ী হতে পারোনি তোমাদেরকে মন খারাপ করলে চলবে না। আগামীতে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে মনোযোগী হতে হবে।
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সূফী মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের চেয়ারম্যান আব্দুস সবুর, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমানসহ অনেকে।