হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) দিনগত মধ্যরাতে উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের আনছার খাঁর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধি ওই যুবক বেশ কিছু দিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করছিল।
বৃহস্পতিবার রাত ১১ টার দিকেও আদিতমারী মহিষখোচা বাইপাস সড়কের পাশে আনছার খাঁর পুকুর পাড়ে বসেছিল। হঠাৎ ওই যুবক পুকুরের পানিতে পড়ে গেলে প্রতিবেশী বাড়ির লোকজন শব্দ পেয়ে বেড়িয়ে এসে যুবককে পুকুরে ডুবে থাকতে দেখেন।
স্থানীয়দের খবরে আদিতমারী ফায়ার সার্ভিসের একটি দল এসে পুকুরে জাল ফেলে মধ্যরাতে অজ্ঞাত প্রতিবন্ধি যুবকের মরদেহ উদ্ধার করে আদিতমারী থানায় হস্তান্তর করে। মৃত ওই যুবকের পড়নে শুধুমাত্র একটি কালো ফুলপ্যান্ট ছিল।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
