হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস উদযাপিত হয়।
এ উপলক্ষে ১১এপ্রিল (বৃহস্পতিবার)দুপুরে, একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি মিজানুর রহমান, ভোটমারি ইউপি চেয়রম্যান আহাদুল হোসেন চৌধুরী,মুক্তিযোদ্ধা মহসিন টুলু, বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মজিবর রহমান।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আবু সাঈদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ ।
বক্তারা পানির গুরুত্ব, পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা, বৃষ্টির পানি সংরক্ষন করে ব্যবহার, পানি দুষনের নিয়ামক যেমন পলিথিনের ব্যবহার পরিহার করাসহ বিভিন্ন দিক আলোচনা করেন।