হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার দুপুরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।
হাতীবান্ধার ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেয়া হয়।
পরে বিএমএসএফ’র অস্থায়ী কার্যালয়ে হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।
সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেস ক্লাব আহবায়ক স্বপন কুমার দে, সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন ও নূরল হক,
বিএমএসএফ’র জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, জেটিভির প্রতিনিধি জাহাঙ্গির আলম রিকো, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শাহরুপ সুমন, বিএমএসএফ’র উপজেলা ইউনিটের যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মহির খান, বাংলাদেশ প্রেস ডট কমের প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, এস টিভি বাংলার প্রতিনিধি সেলিম সম্রাট, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, আমার সংবাদের প্রতিনিধি আব্দুর রহিমসহ প্রমুখ।