রাজাপুরে ইভটিজিংয়ের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

Slider গ্রাম বাংলা

ঝালকাঠির রাজাপুরে ইভটিজিং-এর দায়ে মো. সাইদুল ইসলাম (১৮) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রামম্যান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুল উপজেলার শুক্তাগড় এলাকার মো. আবুয়াল হোসেনের ছেলে।

জানা গেছে, সাইদুল ঢাকায় থাকে।

মাঝে মাঝে সে এলাকায় এসে শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করতো। এমনকি তার কারণে ওই বিদ্যালয়ের দুই ছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বখাটে সাইদুল ওই বিদ্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিভিন্নভাবে উত্যক্ত করতে শুরু করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম জিল্লুর রহমান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। নির্বাহী কর্মকর্তা সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে উপস্থিত হন এবং ওই ছেলের অভিভাবকদেরও ডেকে নিয়ে তাদের ছেলে সম্পর্কে সতর্ক করে দেন। পরে নির্বাহী কর্মকর্তা বিদ্যালয় ত্যাগ করলে বখাটে সাইদুল আবার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারার হুমকি দেয়।

এ সময় বিদ্যালয়ে ছাত্রদের সহায়তায় সাইদুলকে আটক করে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হাওলাদার এ দণ্ডাদেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *