নিজের ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করে উল্টো আসল ফেসবুক অ্যাকাউন্টই হারালেন এক রাজনৈতিক নেতা। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুব্রামানিয়ান স্বামীর সঙ্গে এমন কাণ্ড ঘটিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
অভিযোগ পেলে ভুয়া অ্যাকাউন্ট মুছে দিতে, ফেসবুকে বেশ সুনাম রয়েছে। কিন্তু এবার ভুলে সুব্রামানিয়ান স্বামীর অ্যাকাউন্টের সঙ্গে উল্টো কাণ্ড ঘটালো ফেসবুক। ভুলে ভুয়া অ্যাকাউন্টের পরিবর্তে তার আসল অ্যাকাউন্টটিউ মুছে দিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমের খবরে বলা হয়েছে, ফেসবুকে বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর নামে একটি প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে, যেটির মাধ্যমে তাকে হেয় করা হচ্ছে। গত ১৪ ডিসেম্বর তিনি টুইটারে এ তথ্য প্রকাশ করেন।
এরপর ১৯ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ সুব্রামানিয়ান স্বামীর আসল ফেসবুক পেজটিই ডিলিট করে দেয়। আর বহাল তবিয়তে আছে প্যারোডি পেজটি! আসল পেজটিতে লাইক ছিল ১০ লাখেরও বেশি। অন্যদিকে তার ব্যঙ্গাত্মক পেজে লাইক প্রায় ১৯ হাজার। ফেসবুক কর্তৃপক্ষের এমন ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরসের সৃষ্টি হয়েছে।