রংপুরে জামায়াতের সাবেক আমিরসহ গ্রেফতার ৬

Slider গ্রাম বাংলা

রংপুরে ওয়ারেন্টভুক্ত আসামি জামায়াতের সাবেক আমিরসহ ছয় জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মুহম্মদ আবদুল আলীম মাহমুদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তাদের মহানগরীর নীলকণ্ঠ এলাকার একটি ছাত্রবাস থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কোতোয়ালি থানা জামায়াতের সাবেক আমির অ্যাডভোকেট কাওছার আলী, ছাত্রাবাসের মালিক ও জামায়াত কর্মী সোহেল রানা লিমন, শিবিরকর্মী মেজবাহুল হক, গঙ্গাচড়া উপজেলার শিবিরকর্মী কলেজ ছাত্র ইয়াহিয়া মাহমুদ, কুড়িগ্রাম ফুলবাড়ির জামায়াত কর্মী কলেজ ছাত্র তাজুল ইসলাম এবং রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার জামায়াতকর্মী ও দিনাজপুর খানসামা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক একেএম মাহামুদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *