ত্রুটিপূর্ণ বহুতল ভবনের সন্ধান ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা তা তদন্তে অভিযান শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আজ সকাল ১১টা থেকে নগরীর রেয়াজুদ্দিন বাজার তামাকুমণ্ডি লেনে এ অভিযান শুরু হয়। অভিযানে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী, অথরাইজড অফিসার মোহাম্মদ মঞ্জুর হাসান ও অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, অভিযান শুরু করেছি।
ভবনগুলোতে কোনো ধরনের ত্রুটি আছে কি না, অগ্নিনিরাপত্তা আছে কি না- এসব পরীক্ষা করা হচ্ছে। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের জন্য সময় বেঁধে দেওয়া হবে। প্রয়োজনে ভবন সিলগালা করা হবে।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, অভিযানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। নগরীর সবগুলো আবাসিক এলাকা এবং বাণিজ্যিক ভবনগুলোতে অভিযান পরিচালনা করা হবে। ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।