বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে দুই দল শিক্ষার্থী মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টা-পাল্টি বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে।
রবিবার বেলা ১২টায় কয়েক শ’ শিক্ষার্থী ইলেক্ট্রমেডিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান চিফ ইন্সট্রাক্টর মো. আনিচুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে ক্যাম্পাসের কম্পিউটার ভবনের সামনে বিক্ষোভ এবং মানববন্ধন করে।
অপরদিকে কলেজ ক্যাম্পাসে অবস্থিত মুক্তিযোদ্ধা আবাসিক হলের হলের শিক্ষার্থীরা বিভাগীয় প্রধান আনিচুর রহমানের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ক্যাস্পাসে বিক্ষোভ করে।
গত ৬ এপ্রিল সকালে মুক্তিযোদ্ধা আবাসিক হলের কয়েক জন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগে শিক্ষার্থীরা শিক্ষক আনিচুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ করে।
এ সময় দুই দল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
এ ঘটনা নিয়ে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে উত্তেজনা বিরাজ করছে।