নিজের বিত্ত বৈভব অর্জন রাজনীতি নয়

Slider সারাদেশ

প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ‘রাজনীতির ব্রত হতে হবে আত্মোৎসর্গের। এখন কোনো কোনো ক্ষেত্রে নিজের বিত্ত বৈভবের রাজনীতি দেখি। এটা তো রাজনীতি হওয়ার কথা ছিল না। রাজনীতি বলতে আমি শ্রেষ্ঠ নীতিকে বুঝি, রাজনীতি মানে রাজার নীতিতে আমি বিশ্বাস করি না।’

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে বাংলাদেশ কংগ্রেসের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপূর্তমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা বাংলাদেশের উন্নয়নের পথে বাধা, দেশের উন্নয়নে ধ্বংসাত্মক কর্মসূচি দেয়, রাজনীতির নামে পেট্রল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়, মানুষের গণতান্ত্রিক চলার পথে বাধা সৃষ্টি করে তাদের রাজনীতি বাংলাদেশে বেশি দিন থাকবে না।’

শ. ম. রেজাউল করিম বলেন, বলেন, ‘আমরা তাদের বলতে চাই, আপনাদের অন্ধকার, ভুল পথ থেকে ফিরে আসুন। নইলে একটা সময় দেখা যাবে মুসলিম লীগের মতো আপনাদের অস্থিত্ব খুঁজতে হচ্ছে মাইক্রোস্কোপ দিয়ে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার রাজনীতি তৃণমূল থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী, অসহায় ছিন্নমূল মানুষ থেকে উর্ধ্বমুখী সকলের জন্য সম অধিকার নিশ্চিত করার রাজনীতি। সে লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন। তাই যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বাংলাদেশকে আজ বলা হয় উন্নয়নের রোল মডেল।’

বাংলাদেশে কংগ্রেসের সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন, দলের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল, মো. জিয়াউর রহমান জিয়াসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আগত নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *