খালেদার মুক্তির জন্য আবেদন করলে চিন্তা করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider রাজনীতি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে এখনো কোনো আবেদন পাওয়া যায়নি। সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করা হলে তার মুক্তির বিষয়ে সরকার চিন্তা করবে।

শনিবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ নৌ থানার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পুলিশ বাহিনীর কোনো সদস্য যদি দুর্নীতিতে জড়িয়ে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল, এডিশনাল আইজিপি মো. মোখলেছুর রহমান বিপিএম(বার), নৌপুলিশের ডিআইজি শেখ মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল বছরের ৮ ফেব্রুয়ারি থেকে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *