বরিশালে নিষিদ্ধ নোট বই বিক্রির দায়ে ইসলামিয়া লাইব্রেরি কর্তৃপক্ষকে ২ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ নোট বই জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর সদর রোডের প্যারারা রোডে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী জানান, বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের নির্দেশে নিষিদ্ধ নোট বই বিক্রি বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্যারারা রোডের ইসলামিয়া লাইব্রেরিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ নোট বই বিক্রির দায়ে লাইব্রেরি মালিক মো. আবু বকর সিদ্দিককে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
পরে নোট বই নিষিদ্ধকরণ আইনে আটক সিদ্দিকুর রহমানের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা রেখে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযানের সময় বেশ কিছু নোট বই জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
নিষিদ্ধ নোট বই বিক্রি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।