পটুয়াখালীর আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালিয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহরণ নিষিদ্ধ ১৫ লাখ বাগদা রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত পোনার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
বুধবার রাত ৯টার দিকে জব্দকৃত রেণু পোনা নিজামপুর স্টেশন সংলগ্ন সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে ব্যবসায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।
কোস্টগার্ড নিজামপুর স্টেশমনের সিনিয়র চিফ পেটি অফিসার মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল আলীপুর মৎস্য বন্দরে অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ী আবুল কোম্পানির ভাই মো. শহীদের ঘর (ব্যবসায়ীক প্রতিষ্ঠান) থেকে ১৫ লাখ রেণু পোনা জব্দ করা হয়। বিপুল পরিমাণ ওই পোনা ৮টি বড় ড্রাম, ১৬টি ছোট ড্রাম এবং তিন শতাধিক মাটির হাড়ি থেকে উদ্ধার করা হয়।
পেটি অফিসার আরও জানান, আমাদের উপস্থিতি টের পেয়ে সাধারণ মানুষ ছুটোছুটি শুরু করলে রেণু ব্যবসায়ীরা সটকে পড়েন।
তাই কাউকে আটক করা যায়নি। তারা এগুলো অনেকদিন পর্যন্ত সংগ্রহ করছিলেন। ড্রামগুলো পলিথিন মুড়িয়ে পাচারের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পরে জব্দকৃত রেণু পোনা সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়।