চট্টগ্রামের কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতা শায়খ ছৈয়্যদ গাউছুল আজম স্মরণে ৬৬তম পবিত্র মিরাজুন্নবী (দঃ) মাহফিল ও সালানা ওরছ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রামের রাউজানের রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।
বুধবার ফজরের নামাজের পর খতম শরীফ, মোরাকাবা, ঈছালে ছাওয়াব, রওজা জিয়ারত, মিলাদ-কিয়াম ও মুনাজাতের পর খতমে কুরআন ও বুখারী শরীফের মধ্য দিয়ে শুরু হয় ওরছের কর্মসূচি। জোহরের পর রওজা জিয়ারত শেষে শুরু হয় পবিত্র মিরাজুন্নবী (দঃ) ও গাউছুল আজম জীবনী শীর্ষক আলোচনা।
আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সভাপতি মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফী, সচিব মুফতি কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, সহ-এশায়াত সম্পাদক মুহাম্মদ এমদাদুল হক মুনিরী, আল্লামা মুহাম্মদ সেকান্দর আলী, মাওলানা মুহাম্মদ আব্দুল হক প্রমুখ।