রাজধানীর নিকুঞ্জ এলাকায় চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে হঠাৎ করেই আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে নিকুঞ্জ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমে ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, দুপুরে বারিধারা থেকে উত্তরা যাওয়ার সময় (ঢাকা মেট্রো-গ-২৫-১৫৩৮) একটি গাড়ির সামনে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুর্মিটোলা অফিস থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তিনি আরও বলেন, প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, ইঞ্জিনে ওভারহিটের কারণে গাড়িটিতে আগুন ধরে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গেই গাড়িটি থেকে যাত্রীরা নেমে যান। এতে করে কেউ হতাহত হয়নি।