হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলআজিজ বুতেফলিকা। আগামী ২৮ এপ্রিলে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করছেন। দেশটিতে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তারা ৮২ বছর বয়সী এই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি করার পর এই ঘোষণা এলো। খবর বিবিসি’র।
এর ফলে বুতেফলিকার পঞ্চমবারের মতো পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা ভেস্তে গেল। দেশটির সরকার নির্বাচন স্থগিত করেছে এবং একটি জাতীয় সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে।
কিছুদিন আগে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল আহমেদ গায়েদ সালাহ অসুস্থ প্রেসিডেন্টকে সরে দাঁড়ানোর আহ্বান জানান।
এরপর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়টিও নিজের অধীনে নেন বুতেফলিকা।
এর আগে গত মাসে দেশটির মন্ত্রিপরিষদের ব্যাপক রদবদলের ঘোষণা দেন বুতেফলিকা। বুতেফলিকা ২০১৩ সালে স্ট্রোক করার পর তাকে জনসম্মুখে খুব কমই দেখা গেছে।