নাটোরের বড়াইগ্রামের একটি পোল্ট্রি ফার্মের দুই সহস্রাধিক মুরগির বাচ্চার ওপর পেট্রোল ছিটিয়ে বাচ্চাগুলোকে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার সন্ধ্যার পর উপজেলার জোয়াড়ি ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় মিতালী পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।
ফার্মের মালিক মিতালী কস্তা জানান, মুরগির বাচ্চা, ঘরে থাকা ফিড, ওষুধ, অন্যান্য আসবাবপত্র ও ফার্মের টিন পুড়ে তার তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
প্রতিবেশীরা জানান, ওই দিন দুপুরে মুরগির ফার্মে একদিন বয়সী বাচ্চাগুলো ঢোকানো হয়।
মিতালী বনপাড়া শহরে ব্যক্তিগত কাজে গেলে এবং সন্ধ্যায় বিদ্যুৎ না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই নৃশংস ঘটনাটি ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। পোড়া গন্ধ পাওয়ার পর ফার্মে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে ফেলে।
ওই ফার্মের ব্যবসায়ীক পার্টনার আফজালুর রহমান জানান, শত্রুতার বশে এ জঘন্য ঘটনাটি ঘটিয়েছে চিহ্নিত দুর্বৃত্তরা।
এ ঘটনায় তার প্রতিষ্ঠানের সাবেক ম্যানেজার শিমুল আহমেদ সোহাগ ও মিতালী ফার্মের সাবেক কর্মচারী মানিক মোল্লা নামে দু’জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জোয়াড়ি ইউপি চেয়ারম্যান মো. চাঁন মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।