সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এসব ঘটনায় অনেকেই হতাহত হয়েছেন।
এ অবস্থায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও বহুতল ভবন নির্মাণে বিশেষ ব্যবস্থা গ্রহণে মন্ত্রিসভাকে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসব নির্দেশনার মধ্যে রয়েছে:-
১. বহুতল ভবন নির্মাণের সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ছাড়পত্র প্রদানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ।
২. ছাড়পত্র নবায়নের ব্যবস্থা রাখা।
৩. আগুনের সময় ধোঁয়ায় মানুষ দমবন্ধ হয়ে বেশি মারা যায়। তাই ধোঁয়া নিয়ন্ত্রণে আধুনিক ব্যবস্থা গ্রহণ।
৪. রাজধানীতে পানির সরবরাহ বাড়াতে জলাধার, লেক, খালগুলো সংরক্ষণ করা।
৫. আগুন নেভানোর ও মানুষ উদ্ধারের সরঞ্জামাদি কেনা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা হয় অনুষ্ঠিত। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।