রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ভবনের বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলাম এবং জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার সুষ্ঠু তদন্তের জন্য রবিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এতে এফআর টাওয়ারের জমি ও স্থাপনার একাংশের মালিক, প্রকৌশলী এস এম এইচ আই ফারুক এবং বর্ধিত অংশের মালিক তাসভির উল ইসলামসহ তিনজনকে আসামি করা হয়।
এদের মধ্যে শনিবার রাতে তাসভির উল ইসলাম ও এস এম এইচ আই ফারুককে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।