প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ সম্ভব : মোস্তাফা জব্বার

Slider টপ নিউজ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রযুক্তি ব্যবহার করে অগ্নিকাণ্ড প্রতিরোধ করা সম্ভব। সে প্রযুক্তি আমাদের কাছে আছে।

শনিবার দুপুরে রাজশাহীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, ‘আমাদের যে প্রযুক্তি আছে তা ব্যবহার করে হাজার মাইল দূর থেকেও অগ্নিকাণ্ড সর্ম্পকিত তথ্য পাওয়া সম্ভব।

আমি খুশি হবো, যারা ভবন বানান তারা যেন আমাদের পরামর্শ নিয়ে সেসব প্রযুক্তি ব্যবহার করেন। ’
তিনি আরো বলেন, ‘শিথিলতার কারণে বহুতল ভবন নির্মাণে অনেক অনিয়ম হয়েছে। তবে যারা কোড অমান্য করেছেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিবে।


মন্ত্রী আরো বলেন, ‘আমরা যখন হাইকেট পার্ক করছি তখন এ সমস্ত বিষয় বিবেচনা করে তৈরি করা হচ্ছে। যাতে একটি নিরাপদ জায়গায় করা যায়, সেই ব্যবস্থাটা করছি। এসময় হাইটেক পার্কের কাজের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং দ্রুততার সঙ্গে নির্মাণকাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদেরসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *