‘একাত্তরের মা জননী’ ছবি মুক্তির তারিখ পিছিয়ে গেল কেন?
ছবি মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াটা সত্যি খুবই দুঃখের। ছবির এডিটের পর মূল ফুটেজ চেন্নাই থেকে আসতে দেরি হয়েছে। তাই বাধ্য হয়ে মুক্তির তারিখ পেছাতে হয়েছে। ২৬ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।*এ ছবির প্রেক্ষাপট মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে। একই প্রেক্ষাপট নিয়ে আরও ছবি নির্মিত হয়েছে। এ ছবির বিশেষত্ব কী?**ছবিটি অন্য ছবির চেয়ে আলাদা- এটি নির্দ্বিধায় বলতে পারি। গতানুগতিক গল্পের বাইরে এ ছবিতে দর্শকদের জন্য রোমাঞ্চকর কিছু থাকছে। ছবির গল্পে আমাকে ’৭১ সালে পাকিস্তানের আর্মি ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়।
তারা আমার ওপর নির্যাতন করে। তারপর আমি এখানে থেকেই মুক্তিযোদ্ধাদের সাহায্য করি। স্বাধীনতার পর আমি ভিক্ষা করি। আমাকে যে রাজাকার ধরে নিয়ে গিয়েছিল, সে স্বাধীন দেশে বুক টানটান করে ঘুরে বেড়ায়। আবারও নির্যাতন করতে শুরু করে। এমন গল্প নিয়েই ছবিটি তৈরি হয়েছে।*‘স্বর্গ থেকে নরক’ ছবির কাজ কতদূর?**ছবির শুটিং শেষ। সবার ডাবিং হয়ে গেছে। আমারই শুধু ডাবিং বাকি আছে। আশা করি কাজটি তাড়াতাড়ি শেষ হবে। এ ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন ফেরদৌস।