লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী গ্রামে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে চরবংশী গ্রামের মো. মোস্তফা কামাল গাজীর দুটি পুকুরে বিষ মিশিয়ে প্রায় ৩ লক্ষ টাকার মাছ নিধনের ঘটনা ঘটে। এ ঘটনায় মোস্তফা কামাল গাজী রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মাছ চাষি মোঃ মোস্তফা কামাল গাজী জানান, দুটি পুকুর লিজ নিয়ে গত কয়েক বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি।
মাছ চাষ করা আমার পেশা ও নেশা। ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করছি। শুক্রবার রাতে পুকুরে গিয়ে দেখি মাছ পানিতে ভাসছে।
রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরে বিষ মিশিয়ে মাছ নিধন করে। মাছের সাথে এ ধরনের শত্রুতা চরম অমানবিক।
রায়পুর থানার (ওসি) তদন্ত মো. সোলায়মান জানান, মাছ নিধনের ঘটনায় বিকেলে মোস্তফা কামাল গাজী থানায় সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।