রাজধানীর গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে ভোরে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি সাধারণ মানুষও আগুন নেভাতে এগিয়ে এসেছে।
অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন চারদিকে ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসব সাধারণ মানুষ।
তারা মগ ও বালতিতে করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও আগুন নেভানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সময় যতো গড়াচ্ছে আগুণের লেলিহান ছড়িয়ে পড়েছে।
চারিদিকে কালো ধোঁয়াও ছেয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর এই ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় দুই বছরের ব্যবধানে এবং বনানীর ভয়াবহ অগ্নিকাণ্ডের দুদিন পর ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।