অনুমোদনহীন নকশার জন্য দায়িরা শাস্তির আওতায় আসবে: শ ম রেজাউল

Slider বাংলার মুখোমুখি


ঢাকা: ভবন নির্মাণে ত্রুটি ও অনুমোদনহীন নকশার জন্য দায়ি যেই হোন না কেন তাকে তদন্তের আলোকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। এটা প্রধানমন্ত্রীর নির্দেশ বলেও উল্লেখ করেন তিনি। আজ সকাল সাড়ে ১০টার দিকে বনানীর এফআর টাওয়ার পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যেসব অবৈধ ভবন রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। এসব ভবন নির্মাণের সঙ্গে রাজউকের যেসব কর্মকর্তা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ভবন অনুমোদনের সময় রাজউকের সেই সময়ের চেয়ারম্যানসহ সংস্থার সংশ্লিষ্টদের খোঁজা হচ্ছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

আগুনের ঘটনায় ফৌজদারিসহ তদন্তের আলোকে যে ধরনের মামলা দেয়া যায় সেই ধরনে মামলা হবে বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *