হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় বেতন বৈষম্য দূরীকরন ও প্রধান শিক্ষকের নিচের ধাপের গ্রেডে বেতন প্রাপ্তির দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগন।
বৃহস্পতিবার বিকেলে মহাসড়কের উপজেলা গেট সংলগ্ন সামনের সড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিনের হাতে দাবী সম্মিলিত স্বারকলিপি প্রদান করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন, সহকারি শিক্ষক মাসুদা আখতার কল্পনা, আমিনুর রহমান, রোকনুজ্জামান সোহেল, জালাল উদ্দিন, প্রতীমা রানী, কামরুজ্জামান, নূর আলম সিদ্দিক প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষকদের বেতনের সঙ্গে বর্তমানে সহকারি শিক্ষকদের বেতন গ্রেডের পার্থক্য রয়েছে তিন ধাপ।
এই বৈষম্য দূর করে প্রধান শিক্ষকের এক ধাপ নিচের গ্রেডে বেতন নির্ধারনের দাবী জানানো হয়েছে।