সিরাজগঞ্জ: কিশোরীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুরে ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যুগ্নীদহ গ্রামে অভিযান তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নরিনা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য ও যুগ্নীদগ গ্রামের আব্দুল জলিল, একই গ্রামের ফিরোজুল ইসলাম ও নুর মোহাম্মদ মুন্সী। মঙ্গলবার সন্ধ্যায় যুগ্নীদহ মধ্যপাড়র সাইফুল ইসলামে মেয়ে পলি খাতুন (১৩) পাশের ক্ষেতে শাক তুলতে যায়। এ সময় তাকে একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক (১৫), শহিদের ছেলে মনিরুল (১৫), আক্তার হোসেনের ছেলে নাহিদ (১৮) জোরপুর্বক ধর্ষণ করে। পরে কিটনাশক পান করিয়ে হত্যা করে।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া বলেন, গ্রেপ্তারকৃত ইউপি সদস্যসহ বাকিরা কিশোরী পলি খাতুন গণধর্ষণ ও বিষপানে হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে শালিসি বৈঠকের চেষ্টা করেছেন। এ কারণে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ধর্ষিতা কিশোরীর বাবা সাইফুল ইসলাদ বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।