খুলনার বটিয়াঘাটা উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে আসাদুজ্জামান মিথুল (২৮) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।
বুধবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার খেজুরতলা গ্রামে এ গোলাগুলির ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার, তিন রাউন্ড গুলি, বিস্ফোরিত ককটেলের কিছু আলামত উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বটিয়াঘাটা উপজেলার খেজুরতলা গ্রামে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলি’ হচ্ছে।
পুলিশ সেখানে উপস্থিত হলে চার থেকে পাঁচ জন মাদক ব্যবসায়ী দৌঁড়ে পালিয়ে যান। পরে সেখান থেকে মিথুলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আসাদুজ্জামান খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া এলাকার হাসান লালন ফকিরের ছেলে।
তার বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে বলে জানান ওসি।