আমি অবাক হয়নি
মসজিদে জাতীয় সংগীত গাইতে দেখে
অবাক হবোনা যদি মসজিদ হয়
নির্বাচনের ভোট কেন্দ্র।
আমি অবাক হয়নি, কেনো হবো
নিশ্চয় নির্দেশ ছিলো উপর মহলের।
অবাক হবোনা, দেখি যদি
রাজনৈতিক নেতা মেম্বারে দাঁড়িয়ে
উন্নয়নের বয়ান অনর্গল বলতে থাকেন।
অবাক হবোনা, যদি ঘোষনা হয়
নামাজের আগে জাতীয় সংগীত গাইতে হবে।
বলা হয় যদি, মসজিদ হবে
জাতীয় সংগীত শিক্ষাকেন্দ্র।
আমি একটুও অবাক হবোনা।।
শুধু ঘৃণা ভরে তিরস্কারের তীর ছুড়ে
পালিয়ে যাবো দূর কোনো অজানায়।
আমি ভুলে যাবো জাতীয় সংগীত
গান নয়, এ যেনো অমরত্ব লাভের মন্ত্র।
আমি অবাক হইনি ঠিকই,
হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে বলবোনা।
বলবোনা নাস্তিকতার আষ্টেপৃষ্টে বাঁধার
চলছে ষড়যন্ত্র আর ইহুদীবাদির চক্রান্ত।
হে রাসুল ক্ষমা করে দাও, ক্ষমা ছাড়া
আজ আর কিছুই চাইবার ক্ষমতা নেই।
অজানা কোনো স্থানে খোদার ঘরে যারা
জাতীয় সংগীতের সুর তুলেছে তাদের
প্রকাশ্যে প্রতিবাদ প্রতিরোধ করতে পারিনি,
আমার ক্ষমা চাইবার ভাষা নেই।
আমি অবাক হয়নি, কেনো হবো?
মসজিদে জাতীয় সংগীত গাইতে দেখে
মসজিদটা হয়তো দখলবাজের আক্রোশের শিকার
প্রকৃতির আদালতে নিশ্চয় একদিন
বিচার হবেই হবে, তাইতো আমি অবাক হয়নি।
চোখ বন্দ করে বসে আছি সময়ের অপেক্ষায়।