সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাতীবান্ধায় মানব বন্ধন

Slider রংপুর

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে কয়েকটি সাংবাদিক সংগঠন প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেন।

৭২ ঘন্টার মধ্যে সকল আসামীকে গ্রেফতার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসুচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

আজ বুধবার (২৭ মার্চ) হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় হাতীবান্ধা প্রেস ক্লাবের আহবায়ক স্বপন কুমার দে’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন–আহত সাংবাদিকের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী উম্মে সুরাইয়া, প্রফেশনাল জার্নালিষ্ট ফোরামের সভাপতি এস দিলীপ রায়, সম্পাদক মাজেদ মাসুদ, প্রেস ফোরের সদস্য সচিব মিজানুর রহমান দুলাল, মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি খোরশেদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ শিপন, বিএমআই সাংবাদিক কল্যান ট্রাষ্ট লালমনিরহাটের সভাপতি মাহফুজ সাজু, সম্পাদক এস আর শরিফুল ইসলাম রতন, সাংবাদিক কাজি আলতাফ হোসেন, হাতীবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন ও সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, রিপোর্টার্স ক্লাবে সভাপতি এসএম আলতাফ হোসেন সুমন, সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন শেষে একই দাবিতে সাংবাদিকরা হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সাথে পৃথক বৈঠক করে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *