প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্তঃ ঝালকাঠিতে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার পূর্বাহ্নে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমেই পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন মো. হামিদুল হক, জেলা প্রশাসক, ঝালকাঠি মহোদয়।
পরে পুলিশ সুপার জুবায়দুর রহমান, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান। সকাল ৮টায় জেলা প্রশাসক মো. হামিদুল হক ও পুলিশ সুপার জুবায়দুর রহমান আনুষ্ঠানিকভাবে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং কুচকাওয়াজে সালাম গ্রহন করেন। এ সময় পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, বিভিন্ন স্তরের স্কাউটস সহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাষ্ট, কুচকাওয়াজ,শরীরচর্চা ও ডিসপ্লে ¬প্রদর্শন করে। এছাড়া দিনব্যাপী বিভিন্ন খেলাধুলা, অলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।