শ্রীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

Slider বাংলার মুখোমুখি

রাতুল মন্ডল শ্রীপুর: যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি পালন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস শুরু করা হয়। পরে ৭১ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকল স্তরের জনগণ।

এর আগে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, শ্রীপুর মডেল থানার ওসি জাবেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.সিরাজুল হক, মাওনা হাইওয়ে থানার ওসি মো.দেলোয়ার হুসেনসহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠন, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, বিএনপি, শ্রীপুর প্রেসক্লাবসহ রাজনৈতিক সামজিক সকল সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়াও শিল্পকলা, উদীচী, সাহিত্য সমাজ, শিশু ছায়া, হিমু পাঠক আড্ডা, স্বাবলম্বী, নারী প্রগতি সংঘ, মহিলা পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন পুস্পস্তবক অর্পন করে।

পরে সকাল ৮টায় পৌর শহরের শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অভিবাধন গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আকতার, ওসি জাবেদুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.সিরাজুল হক। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কুচকাওয়াজের পরে শারীর চর্চা প্রদর্শন করে।

বেলা ১১ টার দিকে বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো.ইকবাল হোসেন সুবজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *