চাইনা এমন স্বাধীনতা…
পরাধীনতায় যেখানে এখনো বিবেক
মনুষ্যত্ব মুখ থবুড়ে পড়ে আছে,
লোভের চণ্ডালে আবৃত্ত হয়ে
স্বার্থের চলছে হোলি উৎসব।
চাইনা এমন স্বাধীনতা…
এখনো ঘোষকের হয়নি নিস্পত্তি
কানামাছি খেলায় মত্ত রাজনীতিবীদ
স্বাধীকার হচ্ছে পদে পদে বিঘ্নিত
শোষক শাসকের হচ্ছেনা মিল।
চাইনা এমন স্বাধীনতা…
উন্নয়নে নেই সহঅবস্থান
বিরোধীতার চলছে ডামাডোল বেজে
প্রহসন হচ্ছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে
মানবিকতার মুল্যবোধ নিষ্পেষিত
এ কেমন স্বাধীন সত্বার আস্ফালন?
চাইনা এমন স্বাধীনতা…..
মুক্তির মন্ত্র জপে দাসত্বের শৃঙ্খল
ছিন্নভিন্ন করে ছুড়ে ফেলে
অর্জিত হয়নি সমঅধিকার
মুক্তি আসেনি দূর্নীতি রাহু গ্রাস থেকে।
কি হবে, কি হচ্ছি, পাচ্ছিকি স্বাধিনতা।
চাইনা এমন স্বধীনতার বেড়া জালে
আষ্টেপৃষ্টে জড়িয়ে ধিক্কার দিতে
সুখ সমৃদ্ধি চাই, চাই অস্বাভাবিক জীবনের
নিছিদ্র নিরাপত্তার অপরিসীম বলয়।
এমন স্বাধীনতার জন্য রক্ত দেয়নি
আমার উত্তম পুরুষ
জরায়ুর কষ্টের আহাজারি থামেনি
শত্রুর পাশবিকতার চিত্র যায়নি মুছে
অথচ বয়সঃন্ধীকাল অতিক্রম করছে
স্বাধীনতা নামক চাওয়া-পাওয়া।
চাইনা এমন স্বাধীনতা…
খেটে খাওয়া দিন মজুরের
ঘামের মুল্য চাই, চাই খাদ্য, বস্ত্র
নিরাপত্বা চাই বাসস্থানের
ঘুষ মুক্ত চাই কর্মসংস্থান।
দূর্নীতির পাহাড় চাইনা, মিথ্যা আশ্বাস চাইনা
চাই আইনের সঠিক ও সফল বাস্তবায়ন
মুক্তির উল্লাসে স্বাধীন স্বত্তা বিকাশে
আমার অধিকার নামক অস্তিত্ব চাই।
আমি স্বাধীনতা চাই, প্রকৃত স্বাধীনতা
কাগজের বুকে আটকে রাখা ইতিহাস নয়
আদর্শের বিরুদ্ধে সংঘাতময় বিশৃংখলা নয়
মৌলিক চাহিদার পূর্ণতায় অববয়ে বাঁচার,
চাই স্বাধীনতা, সত্যি কারের স্বাধীনতা চাই।