কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন : ময়মনসিংহের নান্দাইল উপজেলার আব্দুল মান্নানের স্ত্রী ওমেদা বেগম (৫২), দুলাল হোসেনের ছেলে জসিম উদ্দিন (৬০) ও একজন অজ্ঞাত।
কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান খান জানান, রাত ১টার দিকে বাসে করে নান্দাইল থেকে হবিগঞ্জের সুলতানশ্রী মাজারে যাচ্ছিল। বাস নম্বর (টাঙ্গাইল জ- ০৪০০৩৪)। পথে কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও আহত হন অন্তত ২০ যাত্রী।
আহতদের আটজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকাল ১০টা থেকে বাসটি উদ্ধারকাজ শুরু করা হবে। ঘন কুয়াশার কারণে অথবা হেলপার বাসটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসি জানান।
কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান খান জানান, রাত ১টার দিকে বাসে করে নান্দাইল থেকে হবিগঞ্জের সুলতানশ্রী মাজারে যাচ্ছিল। বাস নম্বর (টাঙ্গাইল জ- ০৪০০৩৪)। পথে কুলিয়ারচরের আগরপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও আহত হন অন্তত ২০ যাত্রী।
আহতদের আটজনকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সকাল ১০টা থেকে বাসটি উদ্ধারকাজ শুরু করা হবে। ঘন কুয়াশার কারণে অথবা হেলপার বাসটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ওসি জানান।