রাতুল মন্ডল শ্রীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে মধ্যরাতের পর প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে বিভিন্ন প্রার্থীর ৩২ নেতাকর্মীদের আটক করেছে পুলিশ।
তবে তাৎক্ষণিক ভাবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানাতে অনিচ্ছুক পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা। তবে আটকদের মধ্যে স্বত্বন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের কর্মী সমর্থক রয়েছে বলে গুঞ্জন শুনা যাচ্ছ। এছাড়াও বিভিন্ন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের কর্মী সমর্থক রয়েছে বলেও জানা গেছে।
শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাবেদুল ইসলাম।
তিনি জানান, রাতে গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম উপজেলার বিভিন্ন অঞ্চলে টহল দেয়ার সময় আচারণ বিধি লঙ্ঘন করে মধ্য রাতের পর প্রচার প্রচারণা চালাতে থাকে। এসময় তাদের আটক করে থানায় নিয়ে আসেন। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কি ধরণের আইন গত ব্যবস্থা নিবেন তা এখানো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।