আইপিএলের ১২তম আসরের পর্দা উঠছে আজ। আগামীকাল রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাবিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদ। ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আগে থেকে সেখানে ছিল সানরাইজার্স হায়দরাবাদ টিম।
পরে তাদের সঙ্গে যোগ দেন সাকিব।
মাথায় কালো টুপি, পরনে ছাই রাঙা টি-শার্ট আর নীল জিনস কলকাতা বিমানবন্দরে বাংলাদেশ অলরাউন্ডারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে হায়দরাবাদ। এ সময় সাকিবের কাঁধে ব্যাগ দেখা যায়।
যা দেখে ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজে হায়দরাবাদ খানিকটা রসিকতার সুরে লিখেছে, ‘অভিজ্ঞ ও অলরাউন্ড পারফরমার। সাকিব আল হাসান শুধু আসেনইনি, এক ব্যাগ ট্রিকস (কৌশল) নিয়ে এসেছেন। ’
সাকিব একটি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সেটা গত আইপিএলে বুঝিয়ে দিয়েছে হায়দরাবাদ। ওই আসরে একটি ম্যাচেও তাকে একাদশের বাইরে রাখার সাহস পায়নি দলটি। ১৭ ম্যাচের ১৩ ইনিংসে ২৩৯ রান আর ১৪ উইকেট নিয়ে শুধু দলেরই নয়, পুরো টুর্নামেন্টে সেরা পাঁচ অলরাউন্ডারের একজন ছিলেন। হায়দরাবাদের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।