সিলেট নগরীর দর্জিপাড়া এলাকায় এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় দিনেদুপুরে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে দর্জিপাড়াস্থ সৌরভ ৪৩নং বাসায় এ ঘটনা ঘটে। হামলায় প্রবাসীর ভাগ্নে আহত হয়েছেন। স্থানীয় জনতার হাতে আটক হয়েছে এক হামলকারী।
জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আব্দুল মুতলিব কোরেশী সপরিবারে গত ১৪ মার্চ দেশে আসেন। বৃহস্পতিবার ১০-১২ জনের একটি দল সংঘবদ্ধভাবে তার বাসায় হামলা চালায়। এ সময় বাসা থেকে বেশ কিছু জিনিসপত্র লুট করা হয়।
প্রবাসী আব্দুল মুতলিব বলেন, প্রতিবেশী এনামের নেতৃত্বে গুলি চালিয়ে ও ককটেল ফাটিয়ে আমার বাসায় হামলা চালানো হয়। জমি নিয়ে এনামের সাথে আমাদের বিরোধ আছে। এ নিয়ে কোর্টে মামলা চলমান। এর জেরেই আমার বাসায় হামলা ও ভাঙচুর করা হয়েছে। হামলকারীরা বাসা থেকে ১৫ ভরি স্বর্ণালঙ্কার, ৮টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ, নগদ ৮০ হাজার টাকা লুট করেছে। তাদের হামলায় আমার ভাগ্নে সাদ উদ্দিন (২৬) আহত হয়েছে। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ইদ্রিস আলী নামের এক হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আটক করা হয়েছে এক হামলাকারীকে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।