আখাউড়ায় চিহিৃত দুই টিকিট কালোবাজারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন পৌরশহরের তারাগন গ্রামের কালাম মিয়ার ছেলে লেলিন মিয়া (৪৫) ও উপজেলার চরনারায়ণপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে হিরণ মিয়া (৩৫)।
বৃহস্পতিবার সকালে তাদেরকে আটক করে রেলওয়ে পুলিশ। এসময় লেলিনের কাছ থেকে ৪টি ও হিরণের কাছ থেকে ৫টি মোট ৯টি বিভিন্ন আন্তঃনগর ট্রেনের টিকিট জব্দ করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস বলেন, লেলিন ও হিরণ হল চিহিৃত টিকিট কালোবাজারী। স্টেশন এলাকায় বেশি দামে ট্রেনের টিকিট বিক্রয় করার সময় তাদেরকে ৯ টি টিকিটসহ হাতে নাতে আটক করা হয়। পরে তাদের নামে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।