বউ ঘাড়ে নিয়ে দৌড়ের দৃশ্য সচরাচর দেখা যায় না। তাও আবার সাধের দৌড়। দৃশ্যটা বেশ মজারই হবার কথা। আর এমন মজার দৌড় অনুষ্ঠিত হয়ে গেল ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে অনুষ্ঠিত হল বউ কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা।
সমপ্র্রতি অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে ৭টি দেশের মোট ৪০ টি দম্পতি। অনেকে একে মজা করে বলছেন, বউ চুরি করতে সুবিধার জন্যই এই প্রতিযোগিতা!।
এ বছর প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন স্বাগতিক ফিনল্যান্ডের তায়াস্ত মিত্তিনেন এবং ক্রিস্টিনা হ্যাপানেন। গত চার বছর ধরে এই দম্পত্তিই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আসছেন।
বউ বহনে বিভিন্ন পদ্ধতিও রয়েছে। আর এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ‘এস্তোনিয়ান’ পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে বউয়ের পা দুটি ঘাড়ের সঙ্গে বেঁধে পিছন দিয়ে তার মাথা ঝুলিয়ে দিতে হয়।
প্রতিযোগিতায় বিজয়ী তায়াস্ত মিত্তিনেন বলেন, এজন্য তিনি কয়েকটি প্রশিক্ষণও নিয়েছেন। মোট ২৫৩ দশমিক ৫ মিটার পথ অতিক্রম করতে হয় এই দৌড় প্রতিযোগিতায়।