সরকারের সঙ্গে বিএনপির অনেক নেতাই যোগাযোগ করেন বলে দাবি করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। এ জন্যই বিএনপির কোনো আন্দোলন সফল হয় না বলেও দাবি করা হয়েছে।
শুক্রবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ দাবি করেন।
ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির অনেক নেতাই সরকারের সঙ্গে যোগাযোগ করেন। যেই নেতারা সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তাদেরকে সাথে নিয়ে খালেদা জিয়া চরম আন্দোলনের হুমকি দিয়েছেন। এতে আমাদের হাসিই পেয়েছে বটে!’
তাহলে সরকার বিএনপি ভাঙ্গার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বিএনপি সরকারের উচ্ছিষ্ট বিলিয়ে দেওয়া কাকদের সংগঠন। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক। বিএনপি ভাঙ্গার চেষ্টা আমরা করছি না।’
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের বক্তব্যের প্রতিক্রিয়া ড. হাছান মাহমুদ বলেন,‘ আমরা ভেবেছিলাম খালেদা জিয়া তার পুত্রের অশোভন বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন। কিন্তু জাতিকে অবাক করে দিয়ে তিনি পুত্রের সঙ্গে সুর মিলিয়ে নিজের অসংযত জিভ দিয়ে একই বক্তব্য দিয়েছেন। আসলে ডিসেম্বর মাস আসলেই খালেদা জিয়া বেসামাল হয়ে পড়েন। এ জন্যই অসংলগ্ন ভাষায় কথা বলেন।’
এ ছাড়া খালেদা জিয়া তার বক্তব্যে আদালত অবমাননা করেছেন বলেও দাবি করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। আওয়ামী লীগ মনে করে আদালত স্বপ্রণোদিত হয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন ড. হাছান মাহমুদ।
ড. হাছান মাহমুদ বলেন,‘ যখন কোনো যুদ্ধে সেনাপতি নিজেই যুদ্ধে নামার ঘোষণা দেন, তখন ধরে নেওয়া হয় সেই সেনাবাহিনী হেরে যাচ্ছে। খালেদা জিয়ার নিজেই আন্দোলনে নামার ঘোষণার মধ্যে তার ব্যর্থ হওয়ার ইঙ্গিতই বহন করে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।