সাদিয়া নামের ঐ মেয়েটি
এম সি কলেজে পড়ে ।
পড়ার ফাকে বন্ধুদের সাথে
বেশ তো আড্ডা মারে ।
আস্তে করে বলে কথা
কয়না কথা জোরে ।
সুযোগ পাইলে চালিয়ে দেয়
পড়লে কথার ফেরে ।
বন্ধুদেরকে ভালো বাসে
হউক না তার ক্ষতি ।
কথায় কাজে মিল রেখে
চালায় তার নীতি ।
মোবাইল ফোনে কয়না কথা
ধরছে সে যে আড়ি ।
মিথ্যা কথার কারখানা নাকি
মোবাইল ফোনের বাড়ী ।
সঠিক কথা কয়না কেহ
দেয় যে জারি জুড়ি ।
হিসাব কষে দেখল সাদি
বয়স তাহার কুড়ি ।
এই বয়সে পড়লে ফেরে
যাইবে বাবার মান ।
জীবনটাতে ঘটবে তখন
সব যে খান খান ।