অরুন বরুন দুই ভাই
আমার গায়ের ছেলে,
শহর ঢাকায় থাকে তারা
মাকে গায়ে ফেলে ।
ছোট্ট কালে মরছে বাবা
মায়ের কোলে মানুষ,
শহরেতে থেকে ওরা
হয়ে গেলে অমানুষ ।
মায়ের খবর নেয় না কখনো
আছে ওরা সুখে,
রঙ্গশালা গড়ছে নাকি
মা তো থাকছে দুঃখে ।
মায়ের বয়স অনেক হল
চলতে কষ্ট হয়,
পরের বাড়ি কাজ করিয়া
জীবন করল ক্ষয় ।
মায়ের মনে আশা ছিল
আসবে সুখের দিন,
শেষ বয়সে চোখের পানি
ঝড়ছে সারা দিন ।
তবুও মা করেন দোয়া
থাকুক ছেলেরা সুখে,
কয়দিন আর বাঁচব আমি
কষ্ট শুধু বুকে ।
তাং ২০/০৩/১৯