গাজীপুরের টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নারী-পুরুষসহ দশ মাদক কারবারি আটক করা হয়েছে। আটককৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে।
পুলিশ জানায়, আজ বুধবার টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দশ মাদক কারবারিকে আটক করে।
পরে তাদের কাছ থেকে গাঁজা,ইয়াবা,হেরোইনসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন এর সাথে যোগাযোগ করলে আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।