বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। নিজেকে ভয়ানক বউ বলে দাবি করেছেন অভিনেত্রীর। মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাসের সঙ্গে বিয়ের বয়স মাত্র সাড়ে তিন মাস পেরোল এই অভিনেত্রীর। তাদের বৈশ্বিক রোমান্সে মুগ্ধ অনুরাগীরা।
ভক্তকুলে তাদের বিবাহিত জীবনের খুটিনাটি নিয়ে জানার আগ্রহ ব্যাপক। আর এ যুগল সেসব প্রকাশে কুণ্ঠাবোধ করেন না। সম্প্রতি একটি চ্যাট শোতে অতিথি হন প্রিয়াঙ্কা চোপড়া।
সেখানেই বিবাহিত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। নিজেকে ‘ভয়ানক বউ’ অভিধা দিয়ে ওই শোতে প্রিয়াঙ্কা বলেছেন, কীভাবে রান্নাবান্না করতে হয়, তা জানেন না তিনি।
‘সে (নিক) বনেদি দক্ষিণী পরিবারের, ওর মা রান্নাবান্না করে। আমি ঠিক তেমনটা নই। ওই দিক থেকে দেখলে, আমি ভয়ানক বউ,’ বলেন প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা আরও বলেন, তিনি কেবল ‘ডিম ও টোস্ট’ বানাতে জানেন। রান্নাবান্না না পারলেও এ নিয়ে কোনো দুর্ভাবনা নেই স্বামী নিক জোনাসের। রান্না না জানাটাই তার কাছে ‘চমৎকার’। যখন বলেছিলাম, আমি রাঁধতে পারি না, ও উত্তর দিয়েছিল, ঠিক আছে বেবি, আমিও পারি না।