ঋণ জালিয়াতির মামলার ভুল আসামি জাহালমের জীবনের গল্প নিয়ে নাটক-সিনেমা তৈরির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এ আবেদনের পক্ষে ছিলেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল।
পরে খুরশীদ আলম খান জানান, জাহলম নিয়ে হাইকোর্টের একটি স্বপ্রণোদিত রুল বিচারাধীন। এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহালমের জীবনের গল্প নিয়ে কোনো প্রকার নাটক-সিনেমা কিংবা স্বল্পদৈর্ঘ্য (শর্ট ফিল্ম) তৈরি ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
‘জাহালমের জীবনের কষ্টের কাহিনি নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া তুষার।
এরইমধ্যে চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করেছেন। জাহালমের নামের সঙ্গে মিলিয়ে ছবির নামও রেখেছেন ‘জাহালম’। ‘ছবিতে জাহালমের চরিত্রে অভিনয় করবেন রিয়াজুল রিজু, যিনি ‘বাপজানের বায়োস্কোপ’ নামের একটি সিনেমা বানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ’