অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৬০ ডলারের নিচে নেমে যাওয়ায় ব্রিটেনের তেলশিল্পে সংকট দেখা দিয়েছে এবং তার প্রায় বন্ধের উপক্রম হয়েছে।
তেল শিল্প বিষয়ক এক প্রবীণ বিশেষজ্ঞ বলেছেন, অপরিশোধিত জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ব্রিটেনের বড় বড় তেল-গ্যাস কোম্পানিগুলোতাদের কর্মী ছাঁটাই এবং এ খাতে বিনিয়োগ অব্যাহতভাবে হ্রাস করছে।
তেল অনুসন্ধানে নিয়োজিত সংস্থাগুলোর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রবিন অ্যালেন বলেন, তেলের দাম ৬০ ডলারের নিচে নেমে যাওয়ায় নর্থ সি’র নতুন কোনো প্রকল্পই লাভজনক হবে না। তিনি বলেন, তেলের দাম এ অবস্থায় থাকলে লাভ করা প্রায় অসম্ভব হয় দাঁড়াবে। এ শিল্প খাতের অন্যান্যরা যে বক্তব্য দিয়েছেন তারই প্রতিধ্বনি করেছেন তিনি।
তিনি আরো বলেন, নতুন কোনো বিনিয়োগ নেই এবং ব্রিটেনের তেলশিল্প প্রায় বন্ধের মুখেএসে দাঁড়িয়েছে।