ঘূর্ণিঝড়ে মোজাম্বিকে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০২

Slider জাতীয়

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ মোজাম্বিকে ১৭৭ কিলোমিটার গতিতে আঘাত হানা ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ২০২ জনে। দেশটির প্রেসিডেন্ট ফিলিপ নিউসি বলেছেন, বৃহস্পতিবার আঘাত হানা ‘সাইক্লোন আইডাই’তে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

মঙ্গলবার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী বেইরায় মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য দিয়েছেন তিনি।

দেশটির প্রেসিডেন্ট বলেন, আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টির আঘাতে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

এতে ঝুঁকির সম্মুখে রয়েছেন আরো প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ।
ঘূর্ণিঝড়টির আঘাতে মোজাম্বিকে প্রাণহানির মোট সংখ্যা ২০২ বলে নিশ্চিত করেছেন নিউসি।

চলমান এ সংকটে মোজাম্বিকে বর্তমানে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

পাশাপাশি শুক্রবার থেকে শুরু করে দেশটিতে তিন দিনব্যাপী জাতীয় শোকও ঘোষণা করা হয়েছে।
নিউসি বলেন, আমরা খুবই কঠিন সময় পার করছি। বিগত দিনগুলোতে বন্যার পানি প্রায় ৮ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আমাদের ধারণা ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *