পুলিশ হেফাজতে শিক্ষক রিজওয়ান আসাদ পন্ডিতের (২৮) মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর। স্থানীয় পুলওয়ামা এলাকায় বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ। ইতোমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। খবর আলজাজিরা’র।
বুধবার (২০ মার্চ) অবরোধ ডেকেছেন কাশ্মীরের স্বাধীনতাপন্থী নেতারা। ইতোমধ্যে অবন্তিপুর ইসলামি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। রিজওয়ান এই বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক ছিলেন।
মঙ্গলবার (১৯ মার্চ) তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ শুরু করেন কাশ্মীরের মানুষ। শ্রীনগরের বেশ কিছু অংশ বিক্ষোভের কারণে বন্ধ থাকে। অধিকাংশ দোকানপাট বন্ধ রাখা হয়। বিক্ষোভ ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। তবে এতে বেশ কিছু মানুষ আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি।